শাহরাস্তি প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দর সাথে ইউএনওর মতবিনিময় ও শুভেচ্ছা স্মারক প্রদান

শাহরাস্তি প্রতিনিধি

 

শাহরাস্তি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ। ২৮ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস–২০২২, এর শুভেচ্ছা স্মারক সাংবাদিক নেতৃবৃন্দ হাতে তুলে দেন ইউএনও মোহাম্মদ হুমায়ুন রশীদ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন। মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ হুমায়ুন রশীদ সাংবাদিকদের খোঁজ খবর নেন ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ন অবস্থান বজায় রাখার আহবান জানান।

 

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল,সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সজল পাল,যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ- সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, সহ- অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্যকরী সদস্য মোঃ আবুল কালাম, ফারুক চৌধুরী, কামরুজ্জামান সেন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *