একের পর এক তারকারা যখন ওটিটি দুনিয়ায় চলে আসছেন, সেখানে বাদ যাবেন কেন সিদ্ধার্থ মালহোত্রা! আমাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’–এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বুধবার সকালে প্রকাশ পেয়েছে এই ওয়েব সিরিজের টিজার। টিজারে পুলিশের পোশাকে দেখা গেছে সিদ্ধার্থ মালহোত্রাকে।
এই ওয়েব সিরিজে সিদ্ধার্থ মালহোত্রা জুটি বাঁধছেন রোহিত শেট্টির সঙ্গে। রোহিত শেট্টির পরিচালনায় নির্মিত হবে ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। রোহিত শেট্টির জনপ্রিয় ‘সিংগাম’, ‘সিম্বা’, ‘সুরিয়াভানসি’সহ বেশির ভাগ সিনেমার প্রধান চরিত্রে থাকে একজন পুলিশ। এই সিরিজেও প্রধান চরিত্র পুলিশ। আর এর মাধ্যমে নির্মাতা রোহিত শেট্টির অভিষেক হতে চলেছে ওয়েব দুনিয়ায়।
প্রকাশিত টিজারটির শুরুতেই দেখা যায় সারবদ্ধ পুলিশের গাড়ি। অস্ত্র হাতে দেখা যায় রোহিত শেট্টিকে। এরপর পুলিশের পোশাকে সিদ্ধার্থ মালহোত্রাকে হেঁটে আসতে দেখা যায়। নেপথ্যে শোনা যায় ‘জয় হিন্দ’ ধ্বনি।
টিজারটি শেয়ার করে ইনস্টাগ্রামে সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘রোহিত শেট্টি স্যার যখন অ্যাকশন বলেন, জেনেবুঝেই বলেন। স্বয়ং অ্যাকশন কিংয়ের সঙ্গে কপ ইউনিভার্সে প্রবেশ করতে পেরে আমি আনন্দিত।’
সিরিজটি সম্পর্কে কথা বলতে গিয়ে রোহিত শেট্টি বলেছেন, ‘ভারতীয় পুলিশ বাহিনী আমার জন্য একটি বিশেষ বাহিনী এবং আমি এটি নিয়ে কয়েক বছর ধরে কাজ করছি। এই সিরিজে প্রতিভাবান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি সর্বদা অ্যাকশনপ্রধান বিনোদনধর্মী ছবি উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে এই সিরিজের মাধ্যমে আমরা সিরিজের একটি নতুন মানদণ্ড তৈরি করব।’
সিদ্ধার্থ মালহোত্রাকে শেষবার দেখা গিয়েছিল ‘শেরশাহ’ ছবিতে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার বেশে তিনি সাড়া জাগিয়েছিলেন। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনেকেই।
এ বছর তাঁর হাতে ‘থ্যাঙ্কস গড’ ছবি ছাড়া আরও দুটি ছবির কাজ রয়েছে। আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ অভিনীত ছবি ‘মিশন মজনু’। এই ছবি পরিচালনা করেছেন শান্তনু বাগচী। ছবিতে সিদ্ধার্থের বিপরীতে দেখা যাবে ‘পুষ্পা’খ্যাত রাশমিকা মন্দানাকে। এ ছাড়া ‘যোদ্ধা’ ছবিতে দিশা পাটানি এবং রাশি খান্নার সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থকে।