কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
শীত এসেছে। ধীরে ধীরে তা ঝেকে বসতে শুরু করেছে। সুবিধা বঞ্চিত মানুষগুলো এখন তাকাবে শিত নিবারণকারী মানুষের দিকে। শীত মৌসুমে একদিকে বাড়তে থাকে শীতের কাঁপুনি, অপরদিকে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে হাজির হয় নানা রকম সংক্রামক রোগব্যাধি। ফলে দরিদ্র মানুষের জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সে জন্য শিশু ও বৃদ্ধদের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে নিজ নিজ জায়গা থেকে।
বলতেই হয়, শীতের কবলে কাঁপতে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিতে হবে আমার-আপনার-আমাদের সবাইকে। সামান্য একটু মানবিকতার স্পর্শ বাঁচাতে পারে শীতার্তদের, তাদের মুখে ফুটিয়ে তুলতে পারে খুশির ঝিলিক। তাই আসুন সবাই মিলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।