স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলা শাহ্তলী জিলানী চিশতী কলেজের আয়োজনে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠানে রি-ওপেনিং সভা, ২০২০-২১বর্ষের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ,ক্লাস রুটিন বিতরণ করা হয়।
১২সেপ্টেম্বর (রোববার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম,৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী,একাদশ শ্রেনীর মানবিক বিভাগের শিক্ষার্থী মো:ইয়াছিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, কলেজের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করেন এবং একাদশ শ্রেনির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এদিনজিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০ নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচীতে অংশ নেন।