কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে সেচ খাল পুনঃ খননের উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। তার এমন সময়োচিত উদ্যোগের কারণে উপজেলার শত শত কৃষকরা উপকৃত হবে এবং দেশের উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখবে। সম্প্রতি এই খালটি নিয়ে চাঁদপুরের পত্রিকাগুলো সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। পরিত্রকাগুলো খালটি করুন চিত্র তুলে ধরার পাশাপাশি কৃষকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরে। বিশেষ করে চলতি মওসুমের ধান চাষে মারাত্মক বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দেয়।
বিষয়টি দ্রুত নজরে এনে উদ্যোগ নেওয়ায় আমরা সংশ্লিষ্টদেরকে সাধুবাদ জানাচ্ছি।