স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার বিরোধিতাকারী অপশক্তি সবসময় সক্রিয় রয়েছে। এসকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সকল সময়ে প্রতি মুহুর্তে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ঐ অপশক্তি ঘৃণ্য ধরনের ফায়দা হাসিলের উদ্দেশ্যে কাজ করে চলছে। এই ফায়দা হাসিলের কোনো সুযোগ নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের রাজনৈতিক কর্মীরা বেঁচে থাকতে এদের সকল ষড়যন্ত্র সফল হতে দেবে না। এদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও সাবেক দপ্তর সম্পাদক মো. এমরান হোসেন সেলিমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদা নূর খান, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *