স্মার্ট নাগরিক ভিন্নমতকে সম্মান করবেন : দীপু মনি

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশে সব স্মার্ট হবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হবে। আমার চিন্তায় স্মার্ট নাগরিক মানে- সৎ, সহমর্মী। তিনি অন্যের দুঃখ-কষ্ট বোঝেন, পরমত সহিষ্ণু, নিজের মতের পাশাপাশি বিরোধী মত প্রকাশের স্বাধীনতায় তিনি বিশ্বাস করেন। ভিন্নমত থাকলে তিনি সম্মান করবেন। তিনি যা বলতে চান, তা বুঝাতে পারবেন অর্থাৎ যোগাযোগের দক্ষতা আছে। এই সমস্ত গুণাবলী যাদের আছে তারাই আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা-নৈপুণ্যের সম্মাননা স্বরূপ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন কিন্তু একটা পরিবর্তন আসা শুরু হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে যে স্লোগান শোনা যায়, সেটা আমাদের উদ্বুদ্ধ করে। প্রধানমন্ত্রী আজ যে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন সেই ডিজিটাল বাংলাদেশে স্লোগানেরও পরিবর্তন এসেছে। এখন তিনি আমাদের স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন।

দীপু মনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আজ সকালেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এখানকার আরও উন্নয়নে তিনি কাজ করতে চান। আজ নতুন দুটো ভবনের উদ্বোধন হলো। এটা ক্যাম্পাসের উন্নয়ন। কিন্তু ভৌত অবকাঠামোর চাইতেও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের সফটওয়্যার। সত্যিকার অর্থে আমরা জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তির চর্চা করতে পারছি কিনা সেটিও কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিগুলো যেন শুধু বিসিএসের চর্চাকেন্দ্রে পরিণত না হয় আজকে যারা গবেষক আছেন এখানে তারা সবাই আমাদের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএন আব্দুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আদুজ্জামান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষককে গবেষণা-নৈপুণ্যের জন্য সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *