হাইমচরে একরাতে একই গ্রামে ৬ বাড়িতে চুরি

 

মোঃ জাহাঙ্গীর আলম, হাইমচর

হাইমচরে সিঁধ কেটে এক রাতে একই গ্রামের ছয় বাড়িতে র্দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ অক্টোবর গভীর রাতে উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঐরাতে চোর চক্র সিঁধ কেটে ছয়টি ঘর থেকে মোবাইল স্বর্নলংকার সহ নগদ প্রায় দুই লক্ষ টাকার মতো চুরি করে নিয়ে গেছে। এছাড়া চোরের ছুরির আঘাতে একজন গুরুতর আহত হয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় জোগল মাঝি,তাজুল ইসলাম পাটওয়ারী, নাজির গাজী , খলিল মিজি, নজরুল ইসলাম মুন্সি, কাদির বেপারীর বাড়ি থেকে মোবাইল টাকা স্বর্নলংকার চুরি করে নিয়ে যায় চোর চক্র।
আহত জোগল মাজি জানান রাতে হঠাৎ করে ঘরে চোরের হাটা চলার টের পেয়ে আস্তে আস্তে উঠে চোরকে ধরার জন্য এগোলে, চোর আমাকে লক্ষ করে এলোপাতাড়ি ছুরি ঘোরাঘুরি করে আমাকে আহত করার চেষ্টা করতে থাকে। তখন চোরকে ধরতে মরিয়া হয়ে চোরকে ধরতে গেলে চোরের হাতে থাকা ছুরির আঘাতে আমার শরীরের বিভিন্ন অংশে বুকে,কনুইতে,হাতে গুরুতর ভাবে আহত হই। অনেক ধস্তাধস্তি করার পরেও একা চোরকে আটকাতে পারিনি। আমার চিৎকারে আসপাশের লোকজন আসার আগেই চোর আমার মোবাইল, টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *