হাজীগঞ্জে কালভার্টের খুঁটি বাঁশ

হাজীগঞ্জ প্রতিনিধি বাঁশের উপর ভর করে দাঁড়িয়ে আছে কালভার্ট। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কালভার্টটি নিয়ে এমন এমন আশঙ্কা এলাকাবাসীর।
কালভার্টটি হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের পশ্চিম হাটিলা খান বাড়ির সামনে।
খোঁজ নিয়ে জানা যায়, কালভার্টটি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। এলাকার মানুষ নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ঠেকা দেয়। প্রতিদিনই এ রাস্তা দিয়ে দুই গ্রামের অনেক মানুষ গাড়ি যাতায়াত করে। আতঙ্কে কালভার্টটি পার হতে হয় এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মুন্সী জানান, দুই গ্রামের বাসিন্দাদের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। চলাচল বন্ধ হওয়ার ভয়ে এলাকাবাসী কালভার্টটি বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, কালভার্টটি আমাদের নজরে এসেছে। পাশেই একটি কালভার্ট করার প্রস্তাব পাঠিয়েছি। এটার প্রস্তাব পাঠানো হবে। কালভার্টের এমন চিত্র দেখে অনেকের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এমন অদ্ভুত ব্যাপার নিয়ে চলছে সর্বত্র আলোচনা সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *