হাজীগঞ্জে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের হাজীগঞ্জে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ থানার সম্মুখে তিনি শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

এর পূর্বে পুলিশ সুপার থানায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।

শীতবস্ত্র বিতরণ শেষে পুলিশ সুপার থানা চত্ত্বরের সবজি বাগান ঘুরে দেখেন এবং থানা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) পুলিশ সুপার ফরিদগঞ্জ থানা প্রাঙ্গনে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *