চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন।
পুলিশ জানায়, গত শুক্রবার হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৮) আটক করেছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই দিনই স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনের ভাতিজা জটিল রোগে মৃত্যুবরণ করে। স্থানীয়রা পুলিশের কাছে দাবি জানান, আটকৃত আসামীকে ভাতিজার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ার জন্য।
সেই সুযোগকে কাজে লাগিয়ে আসামীর স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
এ ঘটনায় আহত পুলিশ অফিসার এসআই মোজাম্মেল বাদী হয়ে পলাতক আসামীর ১২ জনের নামে মামলা দায়ের করেন। যার মধ্যে দুইজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, শিগগিরই আসামি ছিনিয়ে নেয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। সেই সাথে হাতকড়া উদ্ধার হয়েছে।
হাজীগঞ্জ প্রতিনিধি