চাঁদপুরে করোনা রোগীর অক্সিজেন সেবায় শেডো

চাঁদপুরে বেলভিউ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীর অক্সিজেন সেবায় এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শেডো। প্রথম পর্যায়ে ওই হাসপাতলে ভর্তিকৃত করোনায় আক্রান্ত রোগীদের দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবামূলক কাজের সূচনা করেন।

জানা যায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রোগীদের চাপ কমাতে গত ১১ আগস্ট থেকে চাঁদপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন চাঁদপুর বেলভিউ প্রাইভেট হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড স্থাপনের নির্দেশনা দেন। বর্তমানে ওই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।

এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কাছে অক্সিজেন সেবা চেয়ে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাএস এম সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করেন।

তারই প্রেক্ষিতে ১৪ আগস্ট শনিবার সন্ধ্যায় চাঁদপুর বেলভিউ হাসপাতালে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ মাহমুদ হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসাইন, কেন্দ্রীয় মুখপাত্র মোঃ কাউছার হোসাইন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান বাবু, সহ সভাপতি গিয়াস উদ্দিন খান বিপ্লব, প্রচার সম্পাদক মতিউর রহমান, রক্তাদান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য মোঃ রিয়াদ চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিফাত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট, ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *