অপরাধ দমনে ‘টিম হাজীগঞ্জ’ নামে পুলিশের বিশেষ টিম

 

হাজীগঞ্জ প্রতিনিধি

হাজীগঞ্জ থানা পুলিশের ” টিম হাজীগঞ্জ” নামের বিশেষ দল আসবে আপনার গ্রামে। গতকাল রোববার থেকে শুরু হয়েছে উক্ত টিমের কাজ। নেতৃত্বে ও উদ্যোগে রয়েছেন হাজীগঞ্জ

থানার অফিসার ইসচার্জ জোবাইর সৈয়দ।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের সীমান্তবর্তী এবং অপরাধ প্রবণ এলাকায় “টিম হাজীগঞ্জ” এর ডমিনেশন প্যাট্রোল ডিউটি চলবে। মূলত ইভটিজার, কিশোর গ্যাং,মাদক কারবারী,

চোর এবং ছিনতাইকারী সম্পর্কে উপজেলাবাসীকে সচেতন করতে ও অপরাধ সম্পর্কে তথ্য এমন আয়োজন পু্েিলশর।

খোঁজ নিয়ে আরো জানা যায়, থানা পুলিশের বিশেষ একটি দল মোটর সাইকেলে করে উপজেলার গ্রাম থেকে গ্রামান্তর ঘুরে বেড়াবে। বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে ক্লাশ

শুরুর আগে,ছুটির পরে বিকেলে সন্ধ্যা রাতে কিংবা ভোররাতে ঘুরে বেড়াবে “টিম হাজীগঞ্জ”।

 

এ বিষয়া হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ চাঁদপুর কন্ঠকে জানান,

টিম হাজীগঞ্জ উপজেলার সকল এলাকা নিরাপদ রাখতে সহায়তা করবে। রোববার উপজেলার ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়ন দিয়ে শুরু হয়েছে টিমের কাজ। যে কোন অপরাধ

বিষয়ে পুলিশ তথ্য দিয়ে সহায়তা করলে তধ্যদাতার নাম গোপন রাখা হবে। এ বিষয়ে জাতীয জরুরীমেবা ৯৯৯ কিংবা০১৩২০-১১৫৯৯৭ ফোন করার জন্য অনুররাধ করা হলো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *