কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

 

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জের কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মানোনয়ন লক্ষ্যে গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রায় ৫শ’ অভিভাবকদের নিয়ে পরামর্শ সমাবেশ অনুষ্ঠান পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক সোহেল রানা। সার্বিক সহযোগিতায় অত্র বিদ্যালয়র সিনিয়র শিক্ষক মহসিন পাটওয়ারী। উক্ত অভিভাবক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিরবাজার মিজানুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সু-যোগ্য পুত্র ও কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম পাটওয়ারী রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা পাটওয়ারী, সালাউদ্দিন শিপন, ফিরোজা বেগম, ফখরুল আলম, রুহুল আমিন সেলিম, আক্তার বেগম, সেলিম মিয়া, সাইফুল ইসলাম।

 

 

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক মাস্টার, সাংবাদিক জাকির হোসেন, ড়াঃ ফরহাদ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি তার বক্তব্য দিয়ে বলেন, ‘আমার বাবা মরহুম মিজানুর রহমান পাটওয়ারীসাহেব কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদঃ প্রতিষ্ঠান করে গেছেন। আমি উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে দিতে এসেছি। কিন্ত নিতে আসি নাই। তিনি অএ বিদ্যালয়ের অভিভাবকদের কাছে ছাত্র/ ছাত্রীদের খোঁজ খবর নেন এবং শিক্ষক মন্ডী তারা সঠিক ভাবে পাঠদান করে কিনা তাও জাতে চান। সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা তাদের বক্তব্য দিয়ে সভাপতিকে অবগত করেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

 

সভাপতি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখেন, তারা ঠিক মতো লেখা পড়া করে কি না। তারা যদি সকল ক্লাসে ভালো রেজাল্ট করতে পারে তাহলে এই কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদঃ একটি মডেল স্কুলে পরিনত হবে। তাই সকল শিক্ষক ও অভিভাবক সবার সহযোগিতা কামনা করছি। আমি আমার বিদ্যালয়ে সকল ছাত্র/ ছাত্রীদের সার্বিক সহযোগিতায় সদা প্রস্তুত আছি। আমার জন্য দোয়া করবেন। পরিশেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *