চাঁদপুরে প্রতারণা মামলায় অগ্রগামী বহুমুখী সমবায় সমিতির এমডি আটক

গ্রাহকের জামানত প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চির্কা অগ্রগামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়াকে পুলিশ আটক করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রতারক দেলোয়ার হোসেন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের নিচ তলায় ২০১৩ সালে চির্কা অগ্রগামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর নামে মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে জামানত সংগ্রহ করেন। প্রতারক দেলোয়ার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা হয়ে কৌশলে তার বাড়ির পাশের সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে তার এই প্রতারণার ফাঁদ পাতেন। চান্দ্রা ও আশেপাশের এলাকা থেকে কোটি টাকার আমানত সংগ্রহ করে এবং কিছু গ্রাহকে কয়েক লক্ষ টাকা ঋণ দেয়।

অভিযোগ রয়েছে ফরিদগঞ্জ নায়ারহাটে নিজের নামে জায়গা জমি ক্রয় করে, নয়ার হাট বাজারে তার বাড়ির সামনে ১০ থেকে ১২টি দোকান ক্রয় করেন। ঢাকাতে কয়েকটি ফ্লাট, গাজীপুরে বিলাস বহুল বাড়ি ক্রয়সহ নামে বেনামে বহু সম্পদের মালিক হয়ে বিলাস বহুল জীবনযাপন করতে থাকেন। হঠাৎ ২০১৮ সালের শেষের দিকে প্রতারত দেলোয়ার গ্রাহকের আমানতের বিপরীতে লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়।পরে অফিসের স্টাফদের বেতন আটকে তাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করে। প্রতারক দেলোয়ার কৌশলে গ্রাহকদের সাথে দূরত্ব তৈরি করে এবং রাজনৈতিক বহু নেতার নাম ভাঙ্গিয়ে গ্রাহকদেরকে হুমকি ধামকি দেয়। গ্রাহকরা তার বাড়িতে দফায় দফায় তাদের আমানত চাইতে গেলে তার এলাকার পালিত কতিপয় কিছু সন্ত্রাসী গ্রাহকদের প্রাণ নাশেরও হুমকি। দেলোয়ার অনেক গ্রাহকদের গায়েও হাত তুলেন।

দেলোয়ারের প্রতারণার শিকার হয়ে বহু সংসার বিপন্ন। টাকার জন্য স্বামী-স্ত্রী মধ্যে বিচ্ছেদ ও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে মানুষ আজ পথে পথে ঘুরছে। তার প্রতারনার শিকার হয়ে গ্রাহক দিশেহারা। সর্বশেষ নিরুপায় হয়ে দক্ষিণ বালিয়ার নেছার কাজী আমলী আদালত চাঁদপুর সদরে দঃ বিঃ ৪০৬/৪২০/ ৫০৬(২)/১০৯ ধারায় মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি চাঁদপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দেন। সদর থানার তদন্তকারী অফিসার সুজন কান্তি বড়ুয়া আসামিকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন।

গত ১৩ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে ১০টায়নয়ারহাট বাজার থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় প্রতারক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়াকে আটক করে। প্রতারক দেলোয়ার হোসেনকে আটক করার সময় নয়ার হাট বাজারে তার পালিত কিছু সন্ত্রাস বাহিনী পুলিশের উপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেছে বলে জানা যায়।

এদিকে প্রতারক দেলোয়ার আটক হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বহু গ্রাহক থানায় ও সদর সার্কেল অফিসে গিয়ে তাদের টাকা ফেরত পাওয়ার আকুতি জানান। এর মধ্যে কিছু গ্রাহক প্রতারক দেলোয়ারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যায়।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *