মতলবে গৃহবধুর আত্মহনন

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে মতলব দক্ষিণ পৌর এলাকার রিংকু রানী (২২) নামে বিষপানে আত্মহননকারী গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২১ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশপুর গ্রামের ঝালো পাড়ায় নিজ ঘরে বিষপান করে গৃহবধু।

পুলিশ জানায়, ওই নারী বিষপাণ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায় চিকিৎসক। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাতেই রিংকু রাণী মৃত্যুবরণ করেন।

রিংকু রানীর স্বামীর নাম গোপাল দাস। তিনি পেশায় একজন দর্জি। তার বাবার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। পিতার নাম নিরঞ্জন ভক্ত। রিংকু রানীর প্রহর নামে একটি পুত্র সন্তান রয়েছে।

রিংকু রানীর পিতা নিরঞ্জন ভক্ত জানান, আমার মেয়েকে গোপাল দাস নির্যাতন করতে করতে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
স্বামী গোপাল দাস জানান, এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। কথা কাটাকাটির এক পর্যায়ে সে মনের ক্ষোভে বিষ পান করে। বিষয়টি মতলব দক্ষিণ থানার পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করে।

এ বিষয়ে মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিংকু রানীর পিতা বাদী হয়ে কয়েকজনকে আসামী করে রাতেই একটি মামলা দায়ের করেছেন।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *