হাইমচরে পানের বরজ তছনছ : হামলায় আহত ৩

হাইমচরে পানের বরজ কেটে তছনছ ও হাফিজুর রহমান মিজির পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ জন আহত হয়। আহতরা হলো এমদাদুল,বাদল,মুজাহিদুর রহমান। ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলার মহজমপুর গ্রামে। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাফিজুর রহমান মিজির ছেলে এমদাদুল জানান, পানের বরজে প্রবেশ নিয়ে দক্ষিণ আলগী ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা মনু মিয়ার সাথে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে মনু জমাদার ও তার ছেলে আলমগীর জমাদার, রাসেল জমাদারসহ আরো ৫ থেকে ৮ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায় এবং পানের বরজ কেটে ব্যাপক ক্ষতি করে।

তিনি আরও জানান, আমাদের পানের বরজের পানি প্রবেশ পথে বাঁধ দিয়েছি। কিন্তু রাসেল, আলমগীর আমাদের পানের বরজ ও গাছ কর্তন করে তারা পানের বরজ তছনছ করেছে।

এ বিষয়ে প্রতিবাদ করায় তারা আমাদের পানের বরজের সামনে এসে গালমন্দ করে,উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদে মামলা দিয়ে হয়রানি করছে।

এ ব্যাপারে মনু মিয়া জমাদারের ছেলে আলমগীর ও রাসেলের সাথে কথা বললে তারা জানায়, আমাদের ক্ষতি করলে হাফিজুর রহমান মিজি ও তার ছেলেকেও আমরা ছাড়বনা।

হাইমচর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *