চাঁদপুরে জেলেদের হামলায় নৌ-পুলিশসহ আহত ৩

চাঁদপুর মেঘনা নদীতে অভিযানকালে নৌ-পুলিশের উপর জেলেদের হামলায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছে। এসময় নৌ থানা পুলিশ ২০ লক্ষ মিটার কারেন্ট জালসহ হামলাকারি ৫ জেলেকে আটক করতে সক্ষম হয়েছে।

গতকাল সোমবার বিকেলে চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর চিরারচর এলাকায় অভিযান চালানো হয়। এসময় নৌ-পুলিশ মেঘনা নদীতে পাতানো কারেন্ট জাল উঠাতে গেলে পুলিশের উপর জেলেরা নৌকা নিয়ে এই হামলার ঘটনা ঘটায়।

পরে নৌ-পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হামলাকারী ছয়জন জেলেকে একটি নৌকাসহ আটক করে। এ সময় নদীকে পাতানো অবস্থায় ২০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে নিয়ে আসে।

নৌ থানা পুলিশের ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় জেলেরা পুলিশের উপর হামলা করলে নৌ থানা পুলিশের কনস্টেবল শরীফ উল্লাহ, আব্দুল কাদের গুরুতর আহত হয়। তাৎক্ষণিক হামলাকারী ৬ জেলেকে আটক করলেও এর মধ্যে একজন জেলের বয়স কম হওয়ায় তাকে মুচলেখা ছেড়ে দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *