চাঁদপুর মৈশাদীর সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছ মিজির ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ফুটবল ক্রীড়াবিদ মোখলেসুর রহমান মিজি আর বেঁচে নেই (ইন্নানিল্লাহি…. রাজিউন)

তিনি গতকাল মঙ্গলবার দুপুর ৩ টা ৩০ মিনিটের দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় তিনি মৈশাদী ইউনিয়ন পরিষদে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপালন করেন। প্রথম মেয়াদে ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল এবং ২য় মেয়াদে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৪ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাবুরহাট উ”চ বিদ্যালয় ও কলেজে ১৯৭৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সভাপতি ও সদস্য পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৯১ থেকে ১৯৯৪ এবং ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব¡ পালন করেন এবং সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকারী সদস্য ও বর্তমান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ফুটবল খেলায় তিনি বেশ পারদর্শী ছিলেন। স্কুল পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও তিনি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। ফুটবল খেলায় ছিল তার অসামান্য কৃতিত্ব। এছাড়াও তিনি ১৯৭১ সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন পরোপকারী সদালাপী, মিষ্টভাষী ও সাদা মনের মানুষ।

মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার রাত ৯ টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা মৈশাদী নিজ বাড়িতে রাত ৯ টা ৩০ মিনিট এ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফস করা হয়।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *