কচুয়ায় ইউপি সদস্য আলাউদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন

কচুয়ায় হত্যা মামলায় গ্রেফতার ইউপি সদস্য আলাউদ্দিনের অবিলম্বে মুক্তি ও তদন্তপূর্বক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে দক্ষিণ সেঙ্গুয়া বাজারে সেঙ্গুয়া-খিলমেহের এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। পালাখাল-চারটভাঙ্গা সড়কের সেঙ্গুয়া বাজারে প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শত শত এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. মামুনুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল মবিন সরকার খোরশেদ আলম, ইউপি সদস্য হান্নান মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মানিক প্রধান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান স্বপন, সদস্য হারুনুর রশিদ, ইউপি সদস্য আলাউদ্দিনের বাবা মোখলেছুর রহমান, স্ত্রী সাহিদা বেগম ও কন্যা শাবনুর আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রেফতার হওয়া ইউপি সদস্য মো. আলাউদ্দিন নির্দোষ। ঘটনার দিন তিনি খিলমেহের গ্রামে পুলিশের সাথে করোনায় আক্রান্ত এক রোগীর বাড়িতে লকডাউন কাজে সহযোগিতা করতে যান। আকস্মিকভাবে আইসক্রীম ফ্যাক্টরীর শ্রমিক সাকিব মারা যায়। কিন্তু ইউপি সদস্য মো. আলাউদ্দিন দলমত নির্বিশেষে এলাকায় তার জনপ্রিয়তা থাকায় কিছু কুচক্রী মহল তাকে ষড়যন্ত্র ভাবে ফাঁসিয়ে অহেতুক হয়রানি করছেন। প্রকৃত পক্ষে ইউপি সদস্য আলাউদ্দিন ওই আইসক্রীম ফ্যাক্টরীর দায়িত্বে ছিলেন না। যাদের আইসক্রীম ফ্যাক্টরী ভাড়া দেয়া হয়েছে তাদেরকে বাচিয়ে নির্দোষ ব্যক্তিকে আসামী করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

কচুয়া প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *