ইজিবাইক আমাদের নগর জীবনে নাভিশ্বাস : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, ইজিবাইক আমাদের নগর জীবনে নাভিশ্বাস হয়ে উঠিয়েছে। এগুলো আসলেই একটি নিয়মের মধ্যে আসা দরকার। এ ব্যাপারের সংশ্লিষ্টদের জানানো হবে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিআইপির অনেক খালে পানি ডুকছে না, সংশ্লিষ্টারা তা দেখবেন। ডিজিটাল মেলা জেলা প্রশাসনের কোন একার অনুষ্ঠান নয়। সবাই মিলেই করার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না। আমরা সবাই মিলে সমন্বয় করে কাজ করতে চাই। এ জাতীয় দিবসগুলো সরকারি কর্মচারী সবার দায়। এসব জাতীয় দিবস গুলো সবাই মিলে উদযাপন করবো।

বিটিসিএল সম্পর্কে ডিসি বলেন, বিটিসিএল এর কিছু কিছু অফিসের সামনে অপরিস্কার লক্ষ্য করা গেছে। সেসব অফিসগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। যেন কোন জঙ্গলের সৃষ্টি হয়।

হাইমচর উপজেলা প্রসঙ্গে তিনি বলেন, হাইমচরে সরকারের অনেক বড় বিনিয়োগ রয়েছে। তবে হাইমচরের কিছু অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। তবে যা যা দরকার তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *