চাঁদপুর সদরের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ইন্তেকাল

 

নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এম নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ২৪ শে জুলাই সোমবার ভোর ৪টা ১০ মিনিটের সময় ঢাকা উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে তিনি সাতটি

ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। তিনি তার নিজ এলাকা আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এম এম

নুরুল হক উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি মনজুরা ইসলামিয়া মাদ্রাসা ও আল আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক

ছেলে, নাতি নাতনি আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আশিকাটি তথা চাঁদখার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বাদ মাগরিব এম এম

নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযার নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের একমাত্র ছেলে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, সদর উপজেলা আওয়ামী লীগের

সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, বিশিষ্ট

আইনজীবী এ্যাডঃ আব্দুল্লাহীল বাকী, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন মোঃ জিলান প্রমূখ।

এছাড়াও জানাজার নামাজে উপস্থিত ছিলেন শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ী, জনপ্রতিনিধ, ডাক্তারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *