উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সৌদি আরব

 

 

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এরই মধ্যে ভর্তিসংক্রান্ত আবেদন শুরু হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক তারা https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুকরা। এরই মধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থী সৌদি আরবে তাদের পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন শেষ করেছেন।

 

উচ্চশিক্ষার

 

 

সৌদি আরবে শিক্ষা (স্টাডি ইন সৌদি আরাবিয়া) শীর্ষক প্রোগ্রামে বিশ্বের ১৬০টি দেশের শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষাবিদ, গবেষকরাও আবেদনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি শিক্ষা ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

 

দেশটির মন্ত্রণালয়ের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদরা সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই প্রকল্পের মাধ্যমে সৌদি আরবকে বিশ্বের মাঝে একটি আকর্ষণীয় শিক্ষাবান্ধব দেশে পরিণত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *