উদ্যোক্তাদেরকে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

দেশের উদ্যোক্তারা এখন থেকে বিদেশে সার উৎপাদনে বিনিয়োগ করতে পারবেন। মঙ্গলবার ২৫ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় আমাদের ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সার উৎপাদন করতে গেলে প্রচুর গ্যাসের প্রয়োজন হয়। যার ফলে মাঝে মাঝে গ্যাসের সংকট দেখা দেয়। এজন্য একনেক সভায় অনেকে বিদেশে কারখানা করে সার উৎপাদনের বিষয়ে আলোচনা করেছেন।’
একনেক সভায় ৭২৪ কোটি টাকা ব্যয়ে ‘ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ প্ল্যান্ট স্থাপন’ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিদেশে সার উৎপাদন করতে বেসরকারি খাত বিনিয়োগ করতে পারবে। বিদেশে উৎপাদিত সেই সার বাংলাদেশের চাহিদা মেটাবে। উদ্যোক্তারা চাইলে দেশের বাইরেও ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে গ্যাসের সংকট কমবে এবং বিদেশে বিনিয়োগও বাড়বে।’
তবে দেশের স্বার্থ যেন আগে রক্ষা হয় সেই বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করতে হবে বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী জানান।
মঙ্গলবার ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন করেছে একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা প্রকল্পগুলোর অনুমোদন দেন।
পরিকল্পনামন্ত্রী বলেন,‘আজকের প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক সাহায্য ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,কৃষিমন্ত্রী মো.আব্দুর রাজ্জাক,স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক , পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সময় ডেস্ক

News Room

Recent Posts

ফরিদগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জসিম উদ্দিন:ফরিদগঞ্জে মো. রেদওয়ান হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(১৭…

23 hours ago

ছাত্রলীগের উদ্যোগে দোয়াত কলম মার্কার সমর্থনে শহরে বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী…

23 hours ago

চাঁদপুর সদর হাসপাতালে রোগীদের খাবারে অনিয়ম, জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যান্টিনে সরকারি নিয়ম অনুযায়ী সরবরাহকৃত খাবার পরিমাণে কম…

23 hours ago

নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে চাঁদপুরে…

23 hours ago

দলের মধ্যে ঐক্য-একতা আছে বলেই বার বার বিজয় আসে : মায়া চৌধুরী

মতলব উত্তর প্রতিনিধি:চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন চাঁদপুর -২ আসেনর সংসদ…

24 hours ago

মতলবে পুলিশের অভিযানে ৯ আসামি আটক

স্টাফ রিপোর্টার:মতলব দক্ষিণ থানা কর্তৃক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ০৯ জন আসামিকে গ্রেফতার করেছে…

24 hours ago

This website uses cookies.