কচুয়ায় চুরি-ছিনতাই-ডাকাতি রোধে রাস্তার আগাছা পরিস্কার

কচুয়া প্রতিনিধি
বারবার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আলোচনায় থাকা উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির এবার কচুয়ার সাচার-গৌরিপুর সড়কে চুরি,ছিনতাই,ডাকাতি ও দুর্ঘটনা রোধে রাস্তার দু’পাশের আগাছা পরিস্কারের উদ্যোগ নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের নির্দেশে গত চারদিন যাবত ছাত্রলীগের নেতৃবৃন্দ কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বারৈয়ারা থেকে আকানিয়া বিশ^রোড পর্যন্ত রাস্তার দু’পাশে ঝোঁপঝাড় পরিস্কারের উদ্যোগ নেয়। সরেজমিনে নি:স্বার্থ ভাবে রাস্তার দু’পাশের আগাছা ও ঝোঁপঝাড় কাটতে দেখা যায় বেশকিছু পরিচিত ছাত্রলীগ নেতাকে। শাহাদাত হোসেন,মাহবুব বেপারী,পারভেজ মোশারফ ও ইমাম হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার দু’পাশে ঝোঁপঝাড় থাকায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শীত মৌসুমে চুরি,ডাকাতি হওয়ায় রাস্তার দু’পাশে আগাছা পরিস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের রাস্তার দু’পাশের আগাছা পরিস্কারের ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় স্বাগত জানিয়েছে চালক,যাত্রী ও এলাকাবাসী।
২ কলাম ছবি ৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *