কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আলোচনার তুঙ্গে কে এই দুলাল মিয়া

 

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন মোঃ দুলাল মিয়া। তিনি মনোনয়নপত্র জমা না দিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার সুযোগ ছিল। কিন্তু গত বৃহস্পতিবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান বাবলুর পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়ে তুমুল আলোচনার জন্¥

দেন মো. দুলাল মিয়া। এরপর থেকেই পুরো জেলায় আলোচনায় উঠে আসে তার নাম। এমনকি পাশবর্তী জেলা চাঁদপুরে আলোচনা ছড়িয়ে পড়ে।

 

সকলের মনেই একই প্রশ্ন ‘কে এই দুলাল?’ খোঁজ নিয়ে জানা গেছে, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের

 

ঝাপুয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দেন মোঃ দুলাল মিয়া। তবে মোবাইলে তার সাথে
যোগাযোগ করা হলে তিনি বলেন মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন আমি সকাল সাড়ে ৯টায় স্বশরীরে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আশা রাখি কুমিল্লা বাসী আমাকে ভোট দিয়ে বিজয় করবেন আমি বিজয় হলে কুমিল্লা উন্নয়নের জোয়ার বয়ে আনবো ইনশাল্লাহ। আপনেরা আমার জন্য দোয়া করবেন। এদিকে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের

 

চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সভাপতি এডঃ মোঃ সালাউদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ এরশাদ খানসহ নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *