সাড়া জাগানো ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা এবার বাংলাদেশের সিনেমায়

হলিউড দুনিয়া কাঁপানো মার্ভেলের সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জারস এন্ড গেম’সহ একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। সাড়া জাগিয়েছেন, ‘ওয়ারিয়ার’, ‘দ্য গ্রে’সহ একাধিক সিনেমায়। বিশ্বের দর্শক কখনো নায়ক, কখনো খলনায়ক হিসেবে তাঁকে আপন করে নিয়েছেন। ক্রিস ইভান, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জনসন, লিয়াম নিসনদের সঙ্গে সমানতালে অভিনয় করা এই তারকা এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশি সিনেমায়। তথ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন নিশ্চিত করেছে। কে সেই অভিনেতা?

সাড়া-জাগানো-‘ক্যাপ্টেন-আমেরিকার-অভিনেতা-এবার-বাংলাদেশের-সিনেমায়

সূত্রটি বলছে, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘দ্য পার্জ’, ‘কপশপ’–এর ফ্রাঙ্ক গ্রিলো এবার নতুন অ্যাকশন সিনেমা ‘এমআর-৯’–এ সম্প্রতি যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে সিনেমাটির শুটিং হবে। লেখক ও পরিচালক আসিফ আকবারের এই স্পাই থ্রিলার বাংলাদেশের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজ থেকে নেওয়া হয়েছে। এটি লিখেছেন প্রয়াত ঔপন্যাসিক কাজী আনোয়ার হোসেন। গল্পটি অনেক রহস্যে মোড়ানো। এখানে গ্রিলকে দেখা যাবে সিক্রেট এজেন্ট মাসুদ রানার প্রতিপক্ষ হিসেবে। ধারণা করা হচ্ছে, খল চরিত্রে বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন। তবে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। মাসুদ রানা বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে দেখা দেবেন।

তবে ফ্রাঙ্ক এখনো সিনেমায় শুটিংয়ে অংশ নেননি। ১৩ জুন থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। তবে কী ধরনের চরিত্রে অভিনয় করবেন, এটা জানাতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির প্রযোজক আবদুল আজীজ বলেন, ‘আমাদের “মাসুদ রানা” সিরিজের সিনেমাটি দেশ ও আন্তর্জাতিক দর্শকের জন্য নির্মাণ করছি। সারা বিশ্বে সিনেমাটি চালাতে চাই। যে কারণে আমরা সিনেমায় হলিউডের বড় তারকাকে যুক্ত করছি। আরও কেউ কেউ যুক্ত হবেন। এর মধ্য দিয়ে বিশ্বের দর্শকের সঙ্গেও দেশের সিনেমাকে পরিচয় করিয়ে দেওয়া। আমরা সিনেমাটি নিয়ে আশাবাদী। ফ্রাঙ্ক গ্রিলোকে দর্শক অন্যভাবে দেখবেন। তাঁর চরিত্রটি এখনই প্রকাশ করতে চাই না। আরও অনেক চমক আছে “এমআর-৯”–এ।’

৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এ বি এম সুমন, আনিসুর রহমান মিলনসহ আরও অনেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। জানা যায়, সিনেমাটির গল্প ‘মাসুদ রানা’ সিরিজের ‘রানা: ধ্বংস পাহাড়’ থ্রিলার উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আইএমডিবির তথ্যমতে, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৮০ কোটি টাকা। সিনেমাটির দৈর্ঘ্য হবে ২ ঘণ্টা ২০ মিনিট। জ্যাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের এএল ব্রাভো ফিল্মস, অ্যাভিল এন্টারটেইনমেন্ট যুক্ত রয়েছে। সিনেমার ভাষা হবে বাংলা ও ইংরেজি। অনুমতি সাপেক্ষে ২৪ জুন থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *