খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো জারুরী

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল ফের বেড়েছে ঠাণ্ডা। উত্তরের শৈত্য প্রবাহে চাঁদপুরের জনজীবন আবারও বিপর্যস্ত হয়ে উঠছে। এ সময় ছিন্নমুল মানুষের অবস্থা খারাপ হচ্ছে। বাড়ছে রোগ বালাই। হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে সংবাদ মাধ্যমে দেখা যায়। ঠাণ্ডা আসলে প্রতিবছরই এমন পরিস্থির সৃষ্টি হয়।

এমন পরিস্থিতে হাসপাতাল কর্তৃপক্ষের যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যাতে কোন রোগী পর্যাপ্ত সেবা পায়। বিশেষ করে অসহায় মানুষের জন্য সেবার মান আরও বাড়ানো জরুরী। এছাড়া বিত্তবান মানুষেরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন। শুধু শীতবস্ত্র নয় প্রয়োজনে খাদ্য সামগ্রি দিয়ে ঐসব মানুষকে সহযোগীতা করা দরকার। কারণ এ সময় খেটে খাওয়া মানুষগুলো কাজ করতে পারে না। অনেক ক্ষেত্রে কাজও থাকে না। শীত বাড়লে কাজও বন্ধ হয়ে যায়। তাই এ ব্যাপারে সবাই এগিয়ে আসলে ঐসব মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *