গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি রিপন

মাহমুদ হাসান রিপন

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

 

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন ছাড়াও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এ সভা করা হয়।

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ১০ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জিএম সেলিম পারভেজ, লুদমিলা পারভীন, এস এম শামসুল আরেফিন, মাহবুবুর রহমান, সুশীল চন্দ্র সরকার, আল মামুন ও উম্মে জান্নাতুল ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *