‘সন্তানের সুশিক্ষায় অভিভাবকের দায়িত্বও গুরুত্বপূর্ণ: সেলিম খান’

 

 

চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও বহরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ সেলিম খান বলেছেন, শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।

 

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমান হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহ্ জালালের পরিচালনায় ম্যানেজিং কমিটির পক্ষে বক্তব্য রাখেন আব্দুল কাদের, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মুকবুল হোসেন।

 

সেলিম খান বলেন, বহরিয়া উচ্চ বিদ্যালয়টি খুব শীঘ্রই কলেজে উন্নিত হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিনামূল্যে ল্যাপটপ এবং কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। একটি লাইব্রেরী স্থাপন করা হবে। বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হচ্ছে, আরো একটি বহুতল ভবন করা হবে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য সবগুলো সড়কের সংস্কার করা হবে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অবাধ্য কোন শিক্ষার্থী এই স্কুলে পড়ালেখা করতে পারবে না।

তিনি আরো বলেন, আমাদের অবকাঠামো উন্নয়ন হয়েছে এখন থেকে ছেলে ও মেয়েদের আলাদা পাঠদানের ব্যবস্থা নেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে এখানে একটি শহীদ মিনার স্থাপন করা হবে। শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা ব্যাবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে।

এদিন সমাবেশ শুরুর পূর্বে শিক্ষক পরিষদ,ম্যানেজিং কমিটি ও এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সমাবেশ উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *