গ্র্যামিতে তরুণেরাই এগিয়ে

দুই বছর পর স্বাভাবিক মঞ্চে ফিরল বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। নির্ধারিত সময়ের তিন মাস পর গতকাল রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেনে ২৬ বিভাগে ৮৬টি শাখায় এ পুরস্কার দেওয়া হয়। অস্কারের চড়কাণ্ডের পর যথেষ্ট সতর্ক ছিল রেকর্ডিং একাডেমি; যদিও সেখানে তেমন কোনো অঘটন ঘটেনি। এ আসরে পুরস্কার জয়ে তরুণ শিল্পীরাই রয়েছেন এগিয়ে।

গ্র্যামিতে তরুণেরাই এগিয়ে

এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডে ছিল ১৬টি পরিবেশনা। নাচে–গানে বর্ণিল করে তোলে বিখ্যাত গানের দল বিটিএস, লেডি গাগা, জাস্টিন বিবার, ক্যারি আন্ডারউড, সিল্ক সনিক, বিলি এইলিশরা। এ বছর ভোটারদের শুনতে হয়েছিল বহু গান। বহু বছর পর গ্র্যামিতে মনোনয়ন পায় বিখ্যাত গানের দল অ্যাবা, যদিও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি তারা। অন্যদিকে সেরা নতুন শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন পাকিস্তানের শিল্পী আরোজ আফতাব।

যাঁরা পেলেন এ বছরের পুরস্কার (সংক্ষেপিত)

সাধারণ বিভাগ

১. রেকর্ড অব দ্য ইয়ার
লিভ দ্য ডোর ওপেন, সিল্ক সনিক

২. অ্যালবাম অব দ্য ইয়ার
উই আর, জন বাতিস্তে

৩. সঙ অব দ্য ইয়ার
লিভ দ্য ডোর ওপেন, ব্রান্ডন আন্ডারসন

৪. বেস্ট নিউ আর্টিস্ট
অলিভিয়া রড্রিগো

পপ

৫. বেস্ট পপ সলো পারফরম্যান্স
ড্রাইভার্স লাইসেন্স, অলিভিয়া রড্রিগো

৬. বেস্ট পপ ডুয়ো বা গ্রুপ পারফরম্যান্স
কিস মি মোর, দোজা ক্যাট ফিচারিং এসজেডএ

৭. বেস্ট ট্রেডিশনাল পপ ভোকাল অ্যালবাম
লাভ ফর সেল, টনি বেনেট অ্যান্ড লেডি গাগা

৮. বেস্ট পপ ভোকাল অ্যালবাম
সোর, অলিভিয়া রড্রিগো

ডান্স বা ইলেকট্রনিক মিউজিক

৯. বেস্ট ডান্স বা ইলেকট্রনিক মিউজিক
অ্যালাইভ, রুফিস ডু সোল জুটি

১০. বেস্ট ডান্স বা ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম
সাবকনসাশলি, ব্ল্যাক কফি

কনটেমপোরারি ইন্সট্রুমেন্টাল মিউজিক

১১. বেস্ট কনটেমপোরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম
ট্রি ফলস, টেলর আইগস্টি

রক

১২. বেস্ট রক পারফরম্যান্স
মেকিং এ ফায়ার, ফো ফাইটার্স

১৩. বেস্ট মেটাল পারফরম্যান্স
দ্য এলিয়ান, ড্রিম থিয়েটার

১৪. বেস্ট রক সং
ওয়েটিং অন আ ওয়ার, ডেভ গোল, টেলর হকিনস, র‌্যামি জেফি, ন্যাটে মেনডেল, ক্রিস শিফলেট অ্যান্ড প্যাট স্মেয়ার

১৫. বেস্ট রক অ্যালবাম
মেডিসিন অ্যাট মিডনাইট, ফো ফাইটার্স

গ্র্যামিতে-তরুণেরাই-এগিয়ে

অলটারন্যাটিভ

১৬. বেস্ট অলটারনেটিভ মিউজিক অ্যালবাম
ড্যাডিস হোম, সেন্ট ভিনসেন্ট

আর অ্যান্ড বি (রিদম অ্যান্ড ব্লুজ)

১৭. বেস্ট আর অ্যান্ড বি পারফরম্যান্স
যৌভভাবে লিভ দ্য ডোর ওপেন, সিল্ক সনিক ও পিক আপ ইয়োর ফিলিংস, জ্যাজমিন সলোভান

১৮. বেস্ট ট্রেডিশনাল আর অ্যান্ড বি পারফরম্যান্স
ফাইট ফর ইউ, এইচইআর

১৯. বেস্ট আর অ্যান্ড বি সং
লিভ দ্য ডোর ওপেন, ব্র্যান্ডন আন্ডারসন, ক্রিস্টোফার ব্রডি ব্রাউন, ডারনেস্ট এমিল টু, ও ব্রুনো মার্স

২০. বেস্ট প্রোগ্রেসিভ আর অ্যান্ড বি অ্যালবাম
টেবিল ফর টু, লাকি ডায়া

২১. বেস্ট আর অ্যান্ড বি অ্যালবাম
হোজ টেলস, জ্যাজমিন সলোভান

র‌্যাপ
২২. বেস্ট র‌্যাপ পারফরম্যান্স
ফ্যামিলি টাইস, বেবি কিম ফিচারিং কেন্ড্রিক ল্যামার

২৩. বেস্ট মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স
হারিকেন, কানিয়ে ওয়েস্ট ফিচারিং দ্য উইকেন্ড অ্যান্ড লিল বেবি

২৪. বেস্ট র‌্যাপ সং
জেল

২৫. বেস্ট র‌্যাপ অ্যালবাম
কল মি ইফ ইউ গেট লস্ট, টেলর, দ্য ক্রিয়েটর

কান্ট্রি

২৬. বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স
ইউ শুড প্রোপাবলি লিভ, ক্রিস স্ট্যাপলেটন

২৭. বেস্ট কান্ট্রি ডুয়ো বা গ্রুপ পারফরম্যান্স
ইয়াঙ্গার মি, ব্রাদার্স অসবর্ন

২৮. বেস্ট কান্ট্রি সং
কোল্ড, ডেভ কোব, জে. টি. কিউর, ডেরেক মিক্সন অ্যন্ড ক্রিস স্টেপলেটন

২৯. বেস্ট কান্ট্রি অ্যালবাম
স্টার্টিং ওভার, ক্রিস স্ট্যাপলেটন

নিউ এজ

৩০. বেস্ট নিউ এজ অ্যালবাম
ডিভাইন টাইডস, স্টুয়ার্ট কোপল্যান্ড অ্যান্ড রিকি কেজ

গ্লোবাল মিউজিক

৫৫. বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স
মোহাব্বাত, আরোজ আফতাব

৫৬. বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম
মাদার ন্যাচার, অ্যাঞ্জেলিক কিডজো

মিউজিক্যাল থিয়েটার

৬০. বেস্ট মিউজিক্যাল থিয়েটার
দ্য আনঅফিশিয়াল ব্রিজারটন মিউজিক্যাল

মিউজিক ফর ভিজুয়াল মিডিয়া

৬১. বেস্ট কমপাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজুয়াল মিডিয়া
দ্য ইউনাইটেড স্টেটস বনাম বিলি হলিডে, আন্ড্রা ডে

ক্ল্যাসিকাল

৭৭. বেস্ট অর্কেস্ট্রাল পারফরম্যান্স
প্রাইস: সিমফোনিস নোস. ওয়ান অ্যান্ড থ্রি, ইয়ানিক নেজেত–সেগেন

মিউজিক ভিডিও বা ফিল্ম

৮৫. বেস্ট মিউজিক ভিডিও
ফ্রিডম, জন বাতিস্তে

৮৬. বেস্ট মিউজিক ফিল্ম
সামার অব সোল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *