চাঁদপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোটার চাঁদপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে,৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, ৬ডিসেম্বর উপজেলা প্রশাসন, শাহরাস্তি ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে শাহরাস্তি, চাঁদপুরে অবস্তিত মেসার্স এস এম এস ব্রিকস নামক ইটভাটাটি ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, (সংশোধন) ২০১৯ অনুসারে নিষিদ্ধ এলাকায় অবস্থিত ও কৃষি জমির টপ সয়েল কাটার কারণে ব্যবহৃত ভেকুটি ভেংগে দেওয়াসহ ২ (দুই) লক্ষ টাকা জরিমানা করা হয় এবং একই স্থানে মেসার্স হারুন ব্রিকস নামক অবৈধ ইটভাটা কৃষি জমি কেটে টপ সয়েল ব্যবহার করায় ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও খিলাবাজার, শাহরাস্তি উপজেলায় একটি দোকানে অবৈধ পলিথিন বিক্রি করায় ১০ (দশ) হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি, চাঁদপুর আমজাদ হোসেন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস বাহিনির সদস্য ও পুলিশ বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ দূষণ রোধে এ ধরণের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *