চাঁদপুরে নতুন ১১১ জনসহ করোনা শনাক্ত সাড়ে ১৩ হাজার

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫২২টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২১.২৬%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। তবে দীর্ঘদিন পর এদিন চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৮জন, হাজীগঞ্জে ১০জন, ফরিদগঞ্জে ৪জন, মতলব দক্ষিণে ১০জন, শাহরাস্তিতে ২০জন, হাইমচরে ২জন ও মতলব উত্তরে ৭জন রয়েছেন।

একই দিনে ৪৪৯জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৯৮জন, ফরিদগঞ্জে ১৩জন, হাজীগঞ্জে ৩৩জন, মতলব দক্ষিণে ৬৯জন, কচুয়ায় ১০৮জন, হাইমচরে ৩৭জন, মতলব উত্তরে ৬২জন, শাহরাস্তিতে ২৯জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩হাজার ৭২১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২২০জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১হাজার ৩১৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ১৮৮জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

স্টাফ রিপোর্টার, ১৯ আগস্ট ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *