চাঁদপুরে র‌্যাগ ডে পালনে ৪ এসএসসি পরীক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার বিদায় অনুষ্ঠানের উচ্ছৃঙ্খলতার র‌্যাগ ডে পালন করাকালীন সময়ে চলতি বছরের অথ্যাৎ ২০২২ সালের ৪ পরীক্ষাথীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী গনি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের বা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা চাঁদপুর শহরের কাজী নজরুল সড়কস্থ এলিট ভোজন বিলাস নামে রেস্টুরেন্ট ভাড়া নিয়ে বন্ধুদের সাথে বন্ধুদের বিদায়ের নামে সাউন্ড বক্স লাগিয়ে উচ্ছৃঙ্খল অনুষ্ঠান র‌্যাগ ডে পালন করছিলো। এ খবরটি গোপন সংবাদের ভিওিতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ কে জানালে উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মডেল থানা পুলিশ উক্ত এলিট ভোজন বিলাস রেস্তোরাঁয় গিয়ে এটি বন্ধ করে দেন। এ সময় উক্ত অনুষ্ঠান আয়োজক পরীক্ষাথীদের পক্ষ থেকে ৪ জন পরীক্ষার্থী এসময় পুলিশের সাথে তর্কে লিপ্ত হয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলবেন এমন কথা বলে মডেল থানায় আসেন। পরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে ঐ ৪ পরীক্ষার্থী কে আটক কেরে থানা হেফাজতে রাখা হয়। অবশ্য পরে আটক ৪ পরীক্ষার্থীর অভিবাবকদের ডেকে তাদের জিন্মায় ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে গনি আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি কিছুক্ষণ আগে বিষয়টি শুনেছি। বিষয়টি দুঃখ জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *