চাঁদপুরে স্কুলে স্কুলে যাচ্ছে নতুন পাঠ্য বই

স্টাফ রিপোর্টার ২০২৩ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে। সে লক্ষ্যে চাঁদপুরের স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে নতুন বই। সংশ্লিষ্টরা বলছেন, পহেলা জানুয়ারি থেকে চাঁদপুরের প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা পাবে নতুন বই। তাই বিতরণের জন্য স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে নতুন এসব বই। ২৭ ডিসেম্বর,২০২২ ইং তারিখ হতে চাঁদপুর জেলা হাসপাতালের বিপরীত সরকারি বইয়ের গুদাম হতে সদর উপজেলার প্রাথমিক স্তরের নতুন বই বিতরণের জন্য শিক্ষকদের সংগ্রহ করতে দেখা যায়।
গতকাল থেকে চাঁদপুর জেলা সদর এবং উপজেলা সদরে বিরতরণ শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারী পর্যন্ত বই বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।
এবার চাঁদপুরে মাধ্যমিক-প্রাথমিকে ৬৩ লাখ ৫২ হাজার কপি বই আসছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *