চাঁদপুরে পর্যটনের ভালো সম্ভাবনা রয়েছে : জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার

‘পর্যটনে নতুন ভাবনা’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, মানুষ এখন সবাই স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেন। মানুষ এখন ঘুরতে চায় এবং যায়। আমাদের দায়িত্ব চাঁদপুরে ঘুরতে আসা পর্যটকদের সুরক্ষা দেয়া। চাঁদপুরের বেশ কিছু সম্ভবনাময় জায়গা রয়েছে। এজায়গাগুলো ডেভেলপমেন্ট করতে পারলে আরো ভালো হবে। সেগুলোর সম্পর্কে প্রচারের দরকার।

 

জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুরের বড় সমস্যা হলো যানজট সমস্য। এছাড়াও চাঁদপুরের আবাসনের সমস্যা রয়েছে। এসব সমস্যাগুলো জিরোতে নিয়ে আসতে হবে। কারণ চাঁদপুর পর্যটনের ভালো সম্ভবনা

রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *