চাঁদপুরে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপিত  ব্যাক্তির ভালো কাজের জন্যই মানুষ তাকে মনে রাখে : জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জেলা পরিষদ ও মরহুম আব্দুল করিম পাটওয়ারী ফাউন্ডেশনের অর্থায়নে চাঁদপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার দেয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলায় ১১টায় চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকায় দু’টি ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়। উপকারভোগী ব্যাক্তিরা হলেন-মো. বাদল গাজী ও

দেলোয়ার হোসেন।

 

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের

 

জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, আমাদের ৮ উপজেলায় ১৬০৬জনকে গৃহ দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে এবং কাজ চলছে। হাইমচর উপজেলায় গৃহ নির্মাণের কাজ শেষ এবং চাঁদপুর সদর উপজেলায় কাজ শেষ পর্যায়ে।

তবে সরকারের পাশাপাশি অনেক সংগঠন কাজ করছে এবং এগিয়ে আসছে। যেমন আব্দুল করিম পাউন্ডেশন এগিয়ে এসেছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে ঘর করে দেয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই আব্দুল করিম পাটওয়ারী পাউন্ডেশনের পক্ষে আমাদের জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এই মহতী উদ্যোগ নিয়ে কাজটি করছেন। কারণ যে জায়গায় ঘরটি নির্মাণ করা হয়েছে, এটি অনেক

 

মূল্যবান জায়গা। আমরা যেগুলো করছি সেগুলো অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এমন শহরের মধ্যখানে নয়। নিঃসন্দেহে আব্দুল করিম পাটওয়ারী পাউন্ডেশন প্রশংসার দাবীদার।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন এর বক্তব্যের সূত্র ধরে জেলা প্রশাসক বলেন, প্রেসক্লাব সভাপতির বক্তব্যে জানতে পারলাম মরহুম আবদুল করিম পাটওয়ারীর কবরে পাশে লেখা আছে ‘কষ্ট হলেও

 

সৎ থেকো’। তিনি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন তখন বাড়ী থেকে পায়ে হেটে পৌরসভায় যেতেন এবং অন্য রাস্তায় আসতেন। অর্থাৎ পৌরসভার কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি করতেন। অর্থাৎ কোন ব্যাক্তি যদি ভাল কাজ করে, তাহলে কাজের জন্যই তাকে মানুষ মনে রাখে।

 

আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

আজ বুধবার শেখ হাসিনার জন্মদিনটি উৎসব-মুখর পরিবেশে পালন করেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন, কেক কাটা, বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, আনন্দ র‌্যালী ও

শোভাযাত্রা বের করা হয়। জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও একই কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *