চাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপিত

সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ৪ অক্টোবর চাঁদপুর জেলায় উদযাপিত হলোএবারের জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ ।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চাঁদপুর কন্যাশিশু সমাবেশ, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার জনবান্ধব-শিশুবান্ধব জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাসুদা নূর চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, নাসিমা আক্তার উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁদপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক),চাঁদপুর । সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক প্রাপ্ত

শ্রেষ্ঠ শিক্ষিকা নুরুন নাহার বকুল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। করোনাকালে কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের অক্টোবরে পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *