চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জন প্রার্থী নিরঙ্কুশ বিজয় হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত সাড়ে ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সভাপতি কামাল উদ্দিন আহমেদ ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এতে সভাপতি পদে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সভাপতি পদে এ টি এম মোস্তফা কামাল ১৮৬ ভোট ও সাধারণ সম্পাদক পদে এ জেড এম রফিকুল হাসান রিপন ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত মিলিয়ে দুটি প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দোতালায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৪০ জন। এর মধ্যে ৩৩৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির বর্তমান সভাপতি কামাল উদ্দিন আহমেদ ও রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি এএনএম মাইনুল ইসলাম।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম তরুণ, জুনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ সিদ্দিকী, সম্পাদক ফরমস্ কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী মো. শাহজাহান, সমাজকল্যাণ ও সেমিনার সম্পাদক রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর চৌধুরী ইয়াসিন ইকরাম, রানিং অডিটর জাবির হোসেনসহ অন্যান্য পদে আরো পাঁচজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *