চাঁদপুর জেলা সাব রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা

এস আর শাহ আলম আমি যেখানেই থাকি সব সময় আপনাদের মনে করবো, চাঁদপুর জেলায় কাজ করে নিজেকে গর্ভিত মনে করছি, কারন এ জেলার মানুষ সততার সাথে নিজেদের কাজ করে, এখানকার মানুষ মানব প্রেমি, মানুষ হিসেবে মানুষকে সন্মান দিতে জানে, তাহলে কেমন করে এই জেলাবাসিকে আমি ভূলবো। আবেগহীন কণ্ঠে এমন মতামত প্রকাশ করেন চাঁদপুর জেলার , বিদায়ী রেজিস্ট্রার মুসতাক আহামেদ। তিনি পরিদর্শক ( আই আর ও) পদে পদন্নোতি হবায় জেলা রেজিস্ট্রার হতে বিদায়ী ও আলোচনা সভার আয়োজন করেন চাঁদপুর জেলা দলিল লিখক সমিতির,। রবি বার ৫ই জুন সকাল ১০ টার সময় জেলা রেজিস্ট্রার অফিসে বিদায়ী ও আলোচনা সভা শুরুতেই কোরয়ান তালোয়াত করেন। আলোচনা সভার সভাপতি এ কে এম মাহামুদুল হক সদর সাব রেজিস্ট্রার এর সভাপতিত্বে বিদায়ী রেজিস্ট্রার কে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা পদক প্রধান করেন, মেহরার মোঃ শাহআলম খান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন।সাব রেজিস্ট্রার হাইমচর সাহেদ হোসেন, সাব রেজিস্ট্রার মতলব উত্তর সাজেদা আক্তার, সাব রেজিস্ট্রার কচুয়া রিয়াজুল ইসলাম। সাব রেজিস্ট্রার মতলব দক্ষিণ আহসানুল হাবিব, সাব রেজিস্ট্রার হাজীগঞ্জ রফিক উদ্দিন।সাব রেজিস্ট্রার ফরিদগঞ্জ আশ্রাফুল ইসলাম।, শুভেচ্ছা বক্তব্য রাখেন, চট্রগ্রাম বিভাগীয় খোরশেদ আলম, জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল, সদর কমিটির সভাপতি, গোলাম মোস্তফা, চাঁদপুর সদর নকল নবিস ইসমাইল মাহমুদ, সহ আরো অনেকে, এছারা বিদায়ী অনুষ্ঠানে জেলার ৭ উপজেলার দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *