চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পুলিশ কর্মকর্তার হেলমেটের আঘাতে আহত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আবদুল্লাহ হিল বাকীকে হাসপাতালে দেখতে যান জেলা স্বেচ্ছাসেক দলের নেতৃবৃন্দ। গতকাল ১৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ চাঁদপুর সদর হাসপাতালে দেখতে যান।

এসময় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আহত আইনজীবী আবদুল্লাহ হিল বাকীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। এই নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সেখান থেকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসাধীন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের অসুস্থ মাকেও দেখতে যান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, শামছুল আলম সূর্য, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদ চৌধুরী প্রমুখ।

উল্লখ্যে : গত ১৭ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় অটো বাইক চালককে মারধর করতে দেখে তিনি প্রতিবাদ করলে পুলশিরে এএসআই হিমনের হেলমেটের আঘাতে অ্যাডভোকেট আব্দুল্লাহ হিল বাকী রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *