চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

 

আশিক বিন রহিম

পার্বত্য জেলা বাদে আগামী ১৭ই অক্টোবর চাঁদপুরসহ সারা দেশের একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চাঁদপুরে স্বতন্ত্র

প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন প্রধানীয়া। ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে শহরের

একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

 

চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতার বিষয়ে জাকির হোসেন সংবাদিকদের উদ্দেশ্য লিখিত বক্তব্য বলেন, আমি আমার

ব্যবসাপ্রতিষ্ঠান নার্গিস ফুড প্যাভিলিয়ন বাংলাদেশ ও নার্গিস ফুড অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিগত দিনে সামাজিক ও মানবিক কাজ করে আছে। সমাজের

সুবিধায় বঞ্চিত মানুষদের বিভিন্ন সহায়তা দিয়ে আসছি। এছাড়াও করোনা মহামারীর সময় ব্যক্তিগতভাবে নিজ উপজেলা হাজীগঞ্জ, কচুয়া, চাঁদপুর সদর,

মতলব এবং চাঁদপুর জেলার বাইরে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা, রোগীদেরকে অক্সিজেন সিলিন্ডার সেবা এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

শুধু দেশেই নয় করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশী শিক্ষার্থী ও চাকুরিচ্যুত বাংলাদেশীদের মাঝে তিন মাস ব্যাপী নার্গিস ফুডের পক্ষ থেকে দুই

 

বেলা খাবার বিতরণ করা হয়।

তিনি বলেন, এছাড়াও ২০১৭ সালে বন্যার্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া প্রবাসীদের সমন্বয়ে নগদ অর্থ প্রদান করি। ২০২২ সালে সিলেটের

বন্যার্তদের মাঝে ব্যক্তিগতভাবে খাদ্যে সামগ্রী, স্থানীয়ভাবে কৃষকদের সার ও বীজ ক্রয়ের সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও

 

বোর্ড পরীক্ষায় আর্থিক সহায়তা নিয়মিত প্রদান করে আসছি। আমার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আমি মানুষের কল্যাণে আরো বড় করে উপস্থাপন করতে চাই।

জেলার সাধারণ মানুষের চাওয়া ছিল দীর্ঘদিনের।

তিনি আরো বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের দ্বারা আমার এসব পূরণ হবে বলে আমি প্রত্যাশা করি। তাই আসন্ন জেলা পরিষদ চেয়ারম্যান পদে

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে জেলার প্রতিটি জনগণের কল্যাণে কাজ করার ইচ্ছা পোষণ করছি।

 

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর

পর্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শহিদ পাটোয়ারি, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রহিম বাদশা, দৈনিক প্রভাতী কাজগের সম্পাদক ও

 

প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ

সম্পাদক কেএম মাসুদ, সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, তালহা জুবায়ের প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য. প্রবাসী মো. জাকির হোসেন প্রধানীয়া, হাজীগঞ্জে

উপজেলার তারাপাল্লা গ্রামের মৃত মো. আবুল হোসেন প্রধানীয়ার ছেলে। তিনি দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *