চাঁদপুর সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় ২ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থী নির্বাচিত

চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে আগমী ১১ নভেম্বর। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থী ৩ জন এবং মেম্বার ৯ জন তাদের নিজ নিজ মনোনয়ন প্রত্যাহা করে নেন।

এ দিনে ২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আল মামুন পাটওয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইমাম হোসেন রাসেল গাজী। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ৫০ জন। এর মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ৪৭ জন। আপিলের পর আরো ২ জনের প্রার্থীতা বৈধতা পেয়ে মোট হয় ৪৯ জন হয়। ২ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পর ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় লিপ্ত হবেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের বৈধ প্রার্থীর সংখ্যা ৭৯ জন। মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ জন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। প্রতিদ্বন্দিতা করবেন ৭৩ জন। মোট মেম্বার প্রার্থীর সংখ্যা ছিল ৩৪৫ বৈধতা পেয়েছে ৩৪১ জন।

আপিল করে আরো ২ জনের মনোনয়ন বৈধ হলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪৩ জন। ৪৯ জন মেম্বার প্রার্থী তাদের প্রর্থীতা প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন। সর্বমোট ২৮৫ জন প্রতিদ্বন্দিতায় লিপ্ত হবেন। গতকাল চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কমিশনার মোঃ দেলোয়ার হোসেন চাঁদপুর সময়কে এসব তথ্য জানান। তিনি আগামী ১১ নভেম্বর নির্বাচন সুষ্ঠ হবে বলে প্রত্যাশা করেন। আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *