উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন জর্জিনিয়ো

চেলসিকে দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে অপরিহার্য ভূমিকা রেখেছিলেন। এরপর ইতালির হয়ে জিতলেন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশপ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। শেষ পর্যন্ত পেলেন সেই সাফল্যের পুরস্কারও। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ আর ইতালিকে ইউরো জিততে বড় ভূমিকা রাখায় উয়েফার সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।

এছাড়াও পিএসজি থেকে বরখাস্ত হওয়ার পর ২০২০/২১ মৌসুমের মধ্য সময়ে চেলসিতে যোগ দিয়েই দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোয় উয়েফার সেরা কোচের পুরস্কার জিতেছেন জার্মান কোচ থমাস তুখেল।

ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয় বর্ষসেরাদের নামও।

বর্ষসেরা ফুটবলার না হলেও দুর্দান্ত পারফর্ম করা কন্তে পেয়েছেন উয়েফার সেরা মিডফিল্ডারের তকমা। ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে গোলপোস্টে দেয়াল হয়ে থাকা এডওয়ার্ড মেন্ডি নাম লিখিয়েছেন চলতি মৌসুমের সেরা গোলকিপার হিসেবে।

এক নজরে উয়েফার বর্ষসেরা পুরস্কারজয়ীরা:

ফুটবলার – জর্জিনিয়ো (চেলসি)

কোচ – টমাস টুখেল (চেলসি)

গোলরক্ষক – এডওয়ার্ড মেন্ডি (চেলসি)

ডিফেন্ডার – রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার – এনগোলো কন্তে (চেলসি)

ফরোয়ার্ড – আর্লিং ব্রট হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড)

এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক তারকা ক্রিস্টিয়ান এরিকসেনের জীবন বাঁচাতে সাহায্য করে উয়েফা প্রেসিডেন্ট এওয়ার্ড পান ডেনিশ অধিনায়ক সিমন কেয়া ও মেডিক্যাল কর্মীরা।

খেলার সময় ডেক্স, ২৮ আগস্ট ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *