চাঁদপুরে ১৩ লাখ ৮১ হাজার টিকা প্রদান

কোভিড-১৯ মহামারীর কারণে চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি হতে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমটি সরকারি নির্দেশ মতে পরিচালিত হয়ে আসছে।

শুরু থেকেই ২৯ নভেম্বর পর্যন্ত বেলা ২ টায় পাওয়া তথ্য মতে-চাঁদপুরে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ১৩ লাখ ৮১ হাজার ২৪০ জন নর-নারীকে এ পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে টিকা গ্রহণে নারী-পুরুষের প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে । সকাল থেকেই নারা-পুরুষগণ সিভিল সার্জন অফিসে টিকা গ্রহণে আগ্রহীরা লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করছে। অনেকের অভিযোগ প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকা গ্রহণ করতে হচ্ছে। এর মধ্যে নারীদের সংখ্যাই অধিক। এসময় অনেকে টিকা গ্রহণ না করেই বাড়িতে ফিরে যায়। এতে টিকা গ্রহণকারীদের মাঝে চরম অসন্তোষ দেখা যায়। তবে অনেকে বলছে এই সমস্যা সমাধানে আরো বুথ বাড়ানো প্রয়োজন।

এর মধ্যে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ৮৮ হাজার ৮৪৮ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৫ শ’ ৯৯ জন। এর মধ্যে ১৮ হাজার ৮ শ ৪৮ জন রয়েছে এইচ এস সি ও আলিম-বিএম পরীক্ষার্থী ।

ইতোমধ্যেই জেলার ২৩০টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ১৫ হাজার টিকা প্রদান করা হয়েছে গণটিকা কার্যক্রম পরিচালনা করার জন্যে । যা প্রতি সপ্তাহে একবার গণটিকা প্রদান করা হয় ।

এদিকে আগামি ২ ডিসেম্বর সারাদেশে এইচ.এস.সি,আলিম ও বিএম পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সে লক্ষ্যে চাঁদপুর জেলার ৮ উপজেলার কলেজ,কারিগরি ও মাদ্রাসার ২১ হাজার ৯শ ৮ জন এইচ.এস.সি, আলিম ও বিএম পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৯শ ২৬ জন পরীক্ষার্থী ২২ নভেম্বর পর্যন্ত টিকার আওতায় এসেছে। কলেজ পর্যায়ের টিকাগ্রহণ ২৫ নভেম্বর পর্যন্ত চলে । ২৭ ও ২৮ নভেম্বর আলিম ও বিএম এর পরীক্ষার্থীদের টিকা কার্যক্রম চলবে।

টিকা গ্রহণের অন্যতম শর্ত হচ্ছে পূর্ব থেকেই তাকে রেজিস্ট্রেশন করতে হয়্। সে মতে-১০ লাখ ৩ হাজার ৩৩৬ জন নর-নারী টিকা গ্রহণে রেজিস্ট্রেশন করে।

টিকাগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে চাঁদপুর সিভিল সার্জন সূত্রে ২৯ নভেম্বর দুপুরে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়,প্রত্যেক জেলায় স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। প্রতিদিন গড়ে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে বলে জানান ।
স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। টিকা দিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তালিকা করছে।এসব তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। তারা সুরক্ষা নিবন্ধন অ্যাপে সেই তালিকা আপলোড করেছে।’

শুরু থেকেই চাঁদপুরে টিকা প্রাপ্তির সংখ্যা হচ্ছে ১৩ লাখ ৩৪ হাজার ৪০ । চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।

স্টাফ রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *