থিয়েটারের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

বাংলাদেশ উদ্‌যাপন করছে সুবর্ণজয়ন্তী উৎসব। এ উৎসবের সময়ে বাংলাদেশের অন্যতম নাটকের দল থিয়েটার শুরু করেছে তাদের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের বছরব্যাপী উদ্যোগ। আগামীকাল ২৫ ও ২৬ মার্চ দুই দিন তাদের দুটি কালজয়ী নাটক মঞ্চায়ন করার মধ্য দিয়ে এ উৎসবের শুরু হচ্ছে।
২৫ মার্চ মঞ্চস্থ হবে আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত সাম্প্রদায়িকতা–বিরোধী দর্শকনন্দিত নাটক ‘মেরাজ ফকিরের মা’। ১৯৯৫ সালে প্রথম অভিনীত হওয়া এই নাটকের এটি হবে ২০৪তম প্রদর্শনী।

পরের দিন স্বাধীনতা দিবসে মঞ্চস্থ হবে মুক্তিযুদ্ধের সাড়াজাগানো নাটক সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। নাটকটি প্রথম অভিনীত হয় ১৯৭৬ সালে এবং এটি হবে নাটকের ২০৬তম মঞ্চায়ন। প্রযোজনাটির নবরূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী।

 থিয়েটারের-৫০-বছর-পূর্তি-উদ্‌যাপন

নাটক দুটি দেখা যাবে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাতটায়। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এ উপলক্ষে নাটকের বইমেলারও আয়োজন করা হয়েছে। সেখানে ২৫ শতাংশ ছাড়ে নাটকের বই বিক্রি হবে। থিয়েটার পত্রিকার ৫০ বছর পূর্তি সংখ্যাসহ পুরোনো সংখ্যাগুলোও মেলায় কিনতে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *