দেশে করোনায় আরও ২১৮ মৃত্যু ,শনাক্ত ৯৩৬৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সপ্তাহের সাত দিনই দুইশ’র বেশি মৃত্যু দেখল দেশ। একদিনে শনাক্ত হয়েছে আরও ৯ হাজার ৩৬৯ রোগী।

এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ৬৮৫ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত রোগী বেড়ে হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

৩১ জুলাই শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।এর আগে গত ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

পরদিন ১৬ হাজার ২৩০ জন করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য দেওয়া হয় যা দেশে মহামারী ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ।

দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।

বার্তাক্ষ, ৩১ জুলাই, ২০২১;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *