দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে সরকার পতনে বৃহৎ কর্মসূচি

মোহাম্মদ বাদশা ভূইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ এমন উন্নয়ন চায় না, যে উন্নয়নের কারণে মানুষকে না খেয়ে মরতে হবে। সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে, তাহলে সরকার পতনে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, বাংলাদেশে কোনোভাবেই মদের বৈধতা দেওয়া যাবে না। বঙ্গবন্ধু ১৯৭২ সালে মদ নিষিদ্ধ করেছেন। বঙ্গবন্ধু মদকে নিষিদ্ধ করেছেন আর আওয়ামী লীগ সরকার মদের অনুমোদন দেবে তা মেনে নেওয়া যায় না। মদের আইন পাস করতে দেওয়া হবে না। যদি সরকার মদের বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাহলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে।
জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিনের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুব আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন রাসেদ সানি, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এস নিজাম উদ্দিন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.সেলিম হোসাইন, সহ-সভাপতি একে মোখতার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *