নদীতে ডাকাতদের তৎপরতা স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নিতে হবে

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পুলিশ মেঘনা নদীর মোহনপুর এলাকা থেকে ১৩ ডাকাত আটক করে জেলে পাঠিয়েছে। নদীতে ডাকাতদের আনাগোনা নতুন কিছু নয়। তবে আধুনিক সভ্যতার যুগে এমন ডাকাতির তৎপরতা অবাক করার বিষয় বটে। কারণ এখন নদীও অরক্ষিত নয়। সকল জলসীমাই এখন আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর দখলে রয়েছে। এর মধ্যে যারা এমন ডাকাতির কথা চিন্তা করেছে তারা একেবারেই নির্বোধ যে, তাতে কোন সন্দেহ নেই।
এসব ডাকাতদের যথাযোগ্য শ^াস্তি দিতে হবে। উপযুক্ত শাস্তি কার্যকর হলে নদীতে ডাকাতরা আর তৎপর হতে পারবে না। আইনের ফাঁকফোঁকর গলিয়ে বার বার বেরিয়ে আসলে একই কাজে আবারও লিপ্ত হবে যে তাতে কোন সন্দেহ নেই। তাই আমরা মনেকরি ডাকাতদের আটক করে জেলে পাঠানোর যথেষ্ট নয়। এর মূলোৎপাটন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *