নারীরা এগিয়ে গেলে দেশ ও জাতি এগিয়ে যাবে : শিক্ষামন্ত্রী

 

মুহাম্মদ বাদশা ভূঁইয়া

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারী পুরুষে ক্ষমতায়নের জন্যে জননেত্রী শেখ হাসিনা ব্যবস্থা গ্রহণ করছেন। নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী। নিজেদের সুযোগ ও

দক্ষতা কাজে লাগিয়ে নিজে, পরিবারের এবং দেশকে সাবলম্বী করতে হবে। সবাই মিলে দেশকে সোনার বাংলায় গড়ে তুলবো যেখানে নারীদের একটা মূখ্য ভূমিকা থাকবে। নারীরা এগিয়ে গেলে দেশ ও জাতি এগিয়ে

যাবে।

গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নিশি বিল্ডিং এলাকার জেলা মুক্তিযোদ্ধা ভবনের ২য় তলায় জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ

 

সাধন প্রকল্পের আয়োজনে কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এখন সবক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। নারী পুরুষ বলে আলাদা কোন কাজ নেই। ভালো প্রশিক্ষণ পেলে যে কেউ সাবলম্বী হতে পারবে। মেয়েরা কোনদিনই বোঁঝা ছিলো না। মেয়েরা ব্যবসায়ী হচ্ছে এবং

উদ্যোক্তা হচ্ছে। মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করানো কৃতিত্বটা প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিতে হবে। এত প্রশিক্ষিত নারী একসাথে দেখতে পেরে অনেক ভালো লাগছে।

জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মাসুদা নূর খানের সভাপতিত্ব ও সদস্য আয়েশা রহমানের পরিচালনায় এসময় পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারীদের বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কর্মাস, ইন্টেরিয়র ডিজাইন

অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই ৫টি বিষয়ে প্রশিক্ষণ চলমান রয়েছে আর এই প্রশিক্ষণ গ্রহণ করেন ৩৫০ জন নারী। তাদের কর্মসংস্থানের জন্য এদিন ২৯ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা ভাতা বিতরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *